২৬ মার্চকে ওয়াশিংটনে বাংলাদেশ দিবস ঘোষণা
৩ এপ্রিল ২০২১ ১১:৫৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২১ ১৪:৩১
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি’তে ২৬ মার্চ দিনটিকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনের মেয়র মোরিয়েল বাউসার এই ঘোষণা দেন।
শুক্রবার (২ এপ্রিল) ওয়াশিংটন অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাহ আলম খোকনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াশিংটন ডিসি’র মেয়র মোরিয়েল বাউসার ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছেন। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
মোরিয়েল বাউসার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হয়েছে এবং হচ্ছে।
সারাবাংলা/এনএস
ওয়াশিংটন ডিসি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার বাংলাদেশ দিবস ঘোষণা যুক্তরাষ্ট্র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী