Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চায়ের দোকানে সন্তান রেখে লাপাত্তা মা

লোকাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২১ ১০:৪৫ | আপডেট: ৩ এপ্রিল ২০২১ ১৫:৪৩

বেনাপোল (যশোর): বেনাপোল বাজারে বাথরুমে যাওয়ার কথা বলে একটি চায়ের দোকানে দুই বছরের সন্তানকে রেখে পালিয়ে গেছেন এক মা। ওই মা চায়ের দোকানির কাছে নিজেকে শিশুটির মা বলে পরিচয় দিয়েছিলেন।

শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে বেনাপোল বাজারের তোফাজ্জেল হোসেনের চায়ের দোকানে ঘটনাটি ঘটে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়েছে। বেনাপোল পোর্ট থানায় গিয়ে দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে নিজ সন্তানের মতো খাওয়াচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

চায়ের দোকানদার তোফাজ্জেল হোসেন জানান, এক নারী রাত ৯টার দিকে ছেলে শিশুটিকে নিয়ে তার চায়ের দোকানে আসেন। কিছু সময় পর তিনি বাথরুমে যাওয়ার কথা বলে শিশুটিকে রেখে যান। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ওই নারী আর ফিরে না আসায় তোফাজ্জেল সবকিছু জানিয়ে শিশুটিকে পোর্ট থানা হেফাজতে হস্তান্তর করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সেই সঙ্গে শিশুটির পরিবারকে খোঁজা হচ্ছে। এরমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির পরিবারকে খোঁজা হচ্ছে।

শিশুটিকে কেউ চিনে থাকলে ০১৩২০-১৪৩৩৯৩/০১৬৩৭-৭৮২৫৮০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

সারাবাংলা/এনএস

চায়ের দোকান টপ নিউজ বেনাপোল সন্তান রেখে লাপাত্তা মা

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর