Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ২১:৫৫ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ২২:৩৪

ঢাকা:  স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. আলী নূরের পরিবারের সদস্যরা নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছেন।

শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একাধিক কর্মকর্তা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এ বি এম মুবিন খানও সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মুবিন খান বলেন, স্বাস্থ্য শিক্ষা সচিবের মেয়ে, নাতিসহ প্রায় সবাই আক্রান্ত বর্তমানে। স্বাস্থ্য শিক্ষা সচিবের ইতোমধ্যেই গতবছর একবার করোনা আক্রান্ত হয়েছিল।

এর আগে এর আগে ২৫ মার্চ স্বাস্থ্য সচিব আবদুল মান্নান সারাবাংলাকে তার পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার বিষয়টি জানান।

পরবর্তীতে সংক্রমণ শনাক্ত হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের মাঝেও। তিনি বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এনএস

করোনাভাইরাস সচিব মো. আলী নূর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব