Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে পাওয়া ৮ মাসের সেই শিশু ঢামেকে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ২০:৩৯

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে পাওয়া আট মাসের শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। শুক্রবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের ২০৮ শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম হিমেল বলেন, ‘সন্ধ্যার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে বিমানবন্দর থানা পুলিশ। শিশুটির ঠাণ্ডা ছাড়া কোনো সমস্যা নাই। এক্সরে সহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শিশুটির যে ঠাণ্ডাজনিত সমস্যা সেটা ওষুধেই ঠিক হয়ে যাবে। ভর্তি রাখার দরকার ছিল না। তবে শিশুর কেউ না থাকায় তাকে ভর্তি দেওয়া হয়েছে।

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত শিশুটির কোনো অভিভাবক পাওয়া যায়নি। এরপর বিকেলে শিশুটিকে নিয়ে আজিমপুর শিশু নিবাসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বলে হাসপাতালে চিকিৎসা নিয়ে আসতে। পরে শিশুটিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

 

সারাবাংলা/এসএসআর/একে

ঢাকা মেডিকেল বিমানবন্দর শিশু হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর