Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যা ৬টায় বন্ধ করা হলো চট্টগ্রামের দোকানপাট

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ২০:১৯ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ২০:২৩

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় চট্টগ্রামে বিনোদনকেন্দ্র, হোটেল-মোটেলের পর এবার সন্ধ্যা ৬টা থেকে দোকানপাট-বিপণি বিতান বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের আদেশের পর পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দোকানপাট বন্ধ করে দেয়।

সন্ধ্যা ৬টা থেকে দোকানপাট, বিপণী বিতান বন্ধের এই নির্দেশনা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

জেলা প্রশাসক মমিনুর রহমান সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রামে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট, হোটেল-রেস্টুরেন্ট, মার্কেট-বিপণী বিতান, শপিং মল সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ থাকবে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদের এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।’

নগরীর আসকার দিঘীর পাড়ের সিয়াম ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মোহাম্মদ ফারুক সারাবাংলাকে বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ পাড়ায়, অলিগলিতে মাইকিং করে সন্ধ্যা ৬টা থেকে দোকানপাট বন্ধ রাখার কথা বলেছে। আমরা দোকান বন্ধ করে দিয়েছি।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘পুলিশ বিভিন্ন এলাকায় মাইকিং করছে। সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া কেউ যেন দোকানপাট খোলা না রাখে, সে বিষয়ে আমরা সতর্ক করছি।’

নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘বিভিন্ন মার্কেট ও শপিং মলসহ দোকানপাট যেগুলো খোলা ছিল সন্ধ্যা ৬টার পরও, আমরা সেগুলো বন্ধ করতে বাধ্য করেছি। সড়কে, পাড়ায়, অলিগলিতে অহেতুক আড্ডা-জটলা আমরা নিয়ন্ত্রণ করব। আমরা বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদার করেছি।’

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসন ১৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করে। হোটেল-মোটেল, রেস্ট হাউজ, সিনেমা হল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ৫১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ। মৃত্যু হয়েছে একজনের।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম টপ নিউজ দোকানপাট বন্ধ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর