Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খুনের পর’ চলন্ত অটোরিকশা থেকে যুবকের লাশ ফেলল সড়কে

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ১৯:১৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক যুবককে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। অটোরিকশা থেকে ছুঁড়ে ফেলার আগেই তাকে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদে পরমাণু শক্তি কমিশনের কার্যালয়ের বিপরীতে এ ঘটনা ঘটেছে। ওই যুবক পরিচয় এখনও পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেন সারাবাংলাকে জানান, যুবকের বয়স আনুমানিক ২৪-২৫ বছর। পরনে ফতুয়া ও জিনসের প্যান্ট আছে। সারা শরীরে মারধর ও জখমের চিহ্ন আছে।

ঘটনাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরায় সংরক্ষিত দৃশ্যের বর্ণনা দিয়ে পরিদর্শক আফতাব বলেন, ‘অটোরিকশাটি নগরীর ষোলশহরের দিক থেকে আসতে দেখা গেছে। সেটি দুই নম্বর গেট থেকেও আসতে পারে। আবার ফ্লাইওভার দিয়ে লালখান বাজার-জিইসি কিংবা অন্য এলাকা থেকেও আসতে পারে। পরমাণু শক্তি কমিশনের অফিসের বিপরীতে এসে ওই যুবককে রাস্তায় ফেলে অটোরিকশা অক্সিজেনের দিকে চলে যায়। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। তাকে পিটিয়ে খুন করে লাশ সেখানে ফেলা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।’

লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

মৃতের পরিচয় ও অটোরিকশা শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে পুলিশ পরিদর্শক আফতাব হোসেন বলেন, ‘অটোরিকশায় কয় জন ছিল, সেটা সিসি ক্যামেরার ফুটেজে বোঝা যাচ্ছে না। যুবককেও ঘটনাস্থল ও আশপাশের কেউ চিনতে পারছে না। শহরের অন্য কোনো এলাকা কিংবা শহরের বাইরে থেকে খুন করে এনে ফেলে যেতে পারে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

খুন লাশ ছুঁড়ে ফেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর