Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের উদাসীনতায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ১৮:২৮ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ২০:২৫

ঢাকা: সরকারের উদাসীনতার কারণে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘একদিকে যখন কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করছে, জনমন আতঙ্ক তৈরি করছে, ঠিক তখনই অনির্বাচিত সরকারের উদাসীনতা ব্যর্থতা ও দুর্নীতির কারণে সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে দ্রুত বাড়ছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন- ‘দুর্বার গণআন্দোলনের’ ডাক বিএনপির

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘করোনার শুরু থেকেই সরকারের মন্ত্রী-এমপিরা ঘরে ঢুকে গেছেন। তারা ঘর থেকে বের হননি। কিন্তু সাধারণ জনগণকে তারা ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছেন। ঘর থেকে বের হতে বাধ্য করেছেন। জোর করে সবাইকে কাজে পাঠিয়েছেন। সুতরাং ব্যাপক হারে সংক্রমণের জন্য সরকার দায়ী।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ আজ চরম রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্য সংকটের মধ্যে পড়েছে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়াকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এমনকি স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দল আগ্রহী নয়। বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ ও অযোগ্য। এর প্রধান কারণ হচ্ছে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার স্বপ্ন বাস্তবায়নের চক্রান্ত। সেই লক্ষ্যে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। প্রশাসনকে ভয়ংকর দলীয়করণ করা হয়েছে। ন্যায় বিচার সূদূর পরাহত। অর্থনীতি সারপ্লাস ক্রেডিট ঋণের জালে পরনির্ভরশীল এবং জনগণের আয় কমে যাচ্ছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, জবাবদিহিতার অভাব অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে। ধনী শুধু ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘চাল-ডাল-তেলসহ সব পণ্যের মূল্য আকাশচুম্বী। অথচ কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল পাচ্ছে না। শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। কোভিড-১৯ মোকাবিলার কার্যকর ব্যবস্থা নিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। এবারের করোনা আক্রমণ এরই মধ্যে সেই সত্যকে জনগণের সমানে আতঙ্কের সঙ্গে তুলে ধরেছে।’

তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থা উন্নয়ন উপযোগী তো নয়ই, উপরন্তু শিক্ষিত বেকার তৈরি করছে। সামগ্রিকভাবে এই বেআইনি সরকার বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী দেশের সঙ্গে আমদের অভিন্ন নদী পানির হিস্যা, ভারসাম্য বাণিজ্য থেকে বাংলাদেশ পুরোপুরি বঞ্চিত হচ্ছে। সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা করা হচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।’

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত অসংখ্য নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আমরা স্থগিত করেছি। সুতরাং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইস্যুতে এই মুহূর্তে কোনো কর্মসূচি দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা সরকারকে অনুরোধ করব, অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমান।’

সারাবাংলা/এজেড/টিআর

করোনা সংক্রমণ টপ নিউজ বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ব্যর্থতা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর