বিস্কুট কিনে দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ, কিশোর আটক
২ এপ্রিল ২০২১ ১৮:৪২ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ১৮:৪৭
সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চর দুলগাগরাখালী গ্রামে ৫ বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় সোহেল (১৬) নামের এক কিশোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।
শিশুটিকে বেলকুচি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলায় এঘটনা ঘটে। সোহেল চর দুলগাগরাখালী গ্রামের সাহের আলী সরকারের ছেলে।
শিশুটির মা ও এলাকাবাসি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ঘরে নিয়ে প্রতিবেশী সোহেল শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার ও ধর্ষক সোহেলকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক সোহেলকে আটক করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ সোহেকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
সারাবাংলা/এমও