বেনাপোল সীমান্তে সোনার বারসহ পাচারকারী আটক
২ এপ্রিল ২০২১ ১৭:১৯ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ১৭:২১
বেনাপোল: যশোরের শার্শার অগ্রভূলাট সীমান্ত থেকে ১৫ পিস সোনার বারসহ মো. রানা হামিদ (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে খুলনা ২১ বর্ডার ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (২ এপ্রিল) বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রানা হামিদ নামের ওই পাচারকারীকে আটক করা হয়। আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানাধীন খলশী গ্রামের মো. আব্দুল গফফারের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়েছিল।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর-ই এলাহী জানান, শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকা থেকে এক স্বর্ণপাচারকারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ইজিবাইকসহ ১ কেজি ৭০০ গ্রাম (১৫ পিস) সোনার বার উদ্ধার করা হয়।
জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৯৩ লাখ ৯৪ হাজার ৯৪৪ টাকা। আটক আসামিকে স্বর্ণবার এবং ইজিবাইকসহ শার্শা থানায় সোর্পদ করা হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও