Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনবাগে ব্যবসায়ী অপহরণ, সদরে শিক্ষক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ১৪:০০

নোয়াখালী: সেনবাগ উপজেলা থেকে মো.আবদুল্লাহ (৪২) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এবং সদর উপজেলা থেকে এক শিক্ষক নিখোঁজ হয়েছেন।

অপহৃত ব্যবসায়ী উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে। তিনি বক্সিরহাট বাজারে ইলেক্ট্রনিকসের ব্যবসা করেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় অপহৃত ব্যবসায়ীর ভাগনে আশরাফুল বাহার এ ঘটনায় সেনবাগ থানায় একটি জিডি করেছেন। এর আগে বুধবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বক্সিরহাট বাজার থেকে ফেনী যাওয়ার পথে এ অপহরণের ঘটনা ঘটে।

শুক্রবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা। তিনি জানান, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

অপহৃত ব্যবসায়ীর ভাগনে আশরাফুল জানান, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তার মামা বাড়ি থেকে বের হয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যায়। এরপর দোকান থেকে ফেনী যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার ফোন থেকে মামির ফোনে কল আসে। কিন্তু হ্যালো বলার সঙ্গে সঙ্গে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়। এরপর থেকে দুটি ফোনই বন্ধ রয়েছে।

তবে অপহরণের কোনো কারণ তার পরিবার জানাতে পারেনি।

অপরদিকে, জেলার সদর উপজেলার উদয়সাধুরহাট বাজারের চরমটুয়া প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক ও ফার্মেসি ব্যবসায়ী ফখরুল ইসলাম (৪০) নিখোঁজ থাকার অভিযোগে থানায় জিডি করেছে স্ত্রী ফাতেমা বেগম।

জিডিতে বলা হয়, ফখরুল ইসলাম গত রোববার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তার ফার্মেসি থেকে জেলা শহর মাইজদী যাওয়ার পথে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, ওই শিক্ষক ঢাকা থেকে নিখোঁজ হয়েছে। তার স্ত্রী তথ্য গোপন করে চুরি করে সদর থানায় জিডি করেছে।

সারাবাংলা/এসএসএ

নোয়াখালী সেনবাগে ব্যবসায়ী অপহরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর