Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ১২:৫০

প্রতীকী ছবি

জয়পুরহাট: ট্রাকচাপায় আব্দুস সালাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে সিয়াম। শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জয়পুরহাট-নওগাঁ সড়কের তেতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুস সালাম জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার সোনালী ব্যাংক ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

ওসি আলমগীর জাহান জানান, আব্দুস সালাম শ্যালকের বিয়ের উদ্দেশে মোটরসাইকেলে চড়ে তার ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে সকালে নওগাঁর বদলগাছির মথুরাপুর রওনা হয়। পথে জয়পুরহাট সদরের তেতুলতলীতে নওগাঁগামী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালাম মারা যান এবং ছেলে সিয়াম আহত হয়। সিয়ামকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে।

সারাবাংলা/এসএসএ

জয়পুরহাট সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর