পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল ব্যাপক ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি
২ এপ্রিল ২০২১ ০৯:৪৬ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ১২:৪৪
ঢাকা: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত এই পরীক্ষায় কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীদের জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা রাখা হলেও বাইরে স্বাস্থ্যবিধির বালাই ছিল না। প্রায় প্রতিটি কেন্দ্রেই ছিল একই চিত্র।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা-শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব জানান, এ বছর ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিনের দোকান বন্ধ রাখা ও কোচিং সেন্টার বন্ধ রাখাসহ অন্যান্য তৎপরতার দিকেও নজর দেওয়া হয়েছে।
তিনি বলেন, অবশ্যই মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। পরীক্ষার পুরোটা সময় মাস্ক পরিহিত থাকতে হবে। যদি কেউ মাস্ক না পরে থাকে বা ভুলে না এনে থাকে তবে কিছুক্ষেত্রে মাস্ক সরবরাহ করা হতে পারে। সেটিও অবশ্য সীমিত আকারে। এছাড়াও কেন্দ্রে প্রবেশের সময় যেন পরীক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ করা যায় সেজন্য কেন্দ্রগুলোতে তাপমাত্রা মাপার ব্যবস্থাও রাখা হবে।
জানানো হয়, এ বছর করোনার কারণে সকল কেন্দ্রের ভেতরে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের ও কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের স্বাস্থ্যবিধি বজায় রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে।
সরেজমিনে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা যায়। অভিভাবক ও শিক্ষার্থী কারো মধ্যেই স্বাস্থ্যবিধি পুরোপুরি মানার প্রবণতা দেখা যায়নি। একসঙ্গে পাশাপাশি বসে আছেন সবাই। কেউ কেউ আবার গেট খোলার সঙ্গে সঙ্গে প্রবেশের জন্য গেটের মুখে ভিড় করে দাঁড়িয়ে আছেন। সবার মুখে মাস্কটাও ঠিকঠাক মতো নেই। দেখা গেল, অনেকেই থুতনিতে মাস্ক পড়ে বসে আছেন। এসব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রের বাইরেও স্বাস্থ্যবিধি রক্ষার্থে যথাসাধ্য চেষ্টা করছে বলে জানানো হয়।
সারাবাংলা/এএম