Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভর্তি পরীক্ষা চলাকালে মেডিকেল কলেজে বন্ধ থাকবে করোনা ল্যাব

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ০০:১৩ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ০২:৪৯

ঢাকা: সম্প্রতি দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে। এমন অবস্থায় প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যাও। তবে এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাব নমুনা পরীক্ষা বন্ধ রাখা হচ্ছে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা উপলক্ষে।

২ এপ্রিল, শুক্রবার দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে পরিদর্শক, পরীক্ষক ও কন্ট্রোলরুমের দায়িত্ব পালন করবেন বিভিন্ন পর্যায়ের চিকিৎসক থেকে শুরু করে কোভিড-১৯ নির্ণয়ের কাজে নিয়োজিত বিভিন্ন পিসিআর ল্যাবের টেকনোলজিস্ট, এমএলএসএসসহ বিভিন্ন পর্যায়ের হাসপাতালের কর্মকর্তারা। আর তাই এ দিন দেশের কিছু মেডিকেল কলেজে স্থাপিত কোভিড-১৯ সংক্রমণ নির্ণয়ের কাজে নিয়োজিত পিসিআর ল্যাব বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তবে কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়েই এই ল্যাবগুলো বন্ধ থাকবে। পরীক্ষার পরে আবার কাজ শুরু করা হবে।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। ল্যাবসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার (২ এপ্রিল) মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পিসিআর ল্যাব বন্ধ থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে এই ল্যাবসংশ্লিষ্ট একজন চিকিৎসক সারাবাংলাকে বলেন, ‘২ এপ্রিল মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রায় ১০ থেকে ১২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বদরুন্নেসা, বুয়েটসহ নানা জায়গায় স্থাপন করা কেন্দ্রে। এসব জায়গায় যেসব কেন্দ্র আছে সেখানে দায়িত্ব পালন করতে হবে চিকিৎসক, ল্যাবের টেকনোলজিস্টসহ অন্যদেরও। আমাদের ল্যাবের দায়িত্বপ্রাপ্তদেরও কেন্দ্রে গিয়ে দায়িত্ব পালন করতে হবে। এটা একদিকে ঝুঁকিপূর্ণ আবার অন্যদিকে সংক্রমণ ছড়ানো সম্ভাবনাও থাকে। এ পরীক্ষা আর কিছুদিন পরে নিলে কী সমস্যা হতো তা জানি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যেহেতু পরীক্ষার দায়িত্ব পালন করতে হবে তাই আগামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব বন্ধ রাখতে হবে। যদিও জানি না কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলবে কিনা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি ল্যাব বন্ধ থাকবে।’

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের এখানে স্থাপন করা পিসিআর ল্যাব আগামীকাল বন্ধ থাকবে। কারণ আমাদের এখানে চিকিৎসক ও টেকনোলজিস্টরা সবাই পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যেই আমাদের কাছে দায়িত্ব পালনের চিঠি চলে এসেছে। এমন অবস্থায় ল্যাব বন্ধই থাকবে।’

রাজধানী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘যেহেতু সরকারি সিদ্ধান্ত তাই প্রতিবাদ করার অবস্থা নেই। আমাদের তো পরীক্ষার হলে দায়িত্ব পালন করতেই হবে, যদিও এটা ঝুঁকিপূর্ণ। সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও বাড়তে পারে এর কারণে। তবে আমাদের হাসপাতালে যে পিসিআর ল্যাব আছে সেটি আগামীকাল পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ থাকবে। দেখা গেলো সকাল ৮টা থেকে পরীক্ষা গ্রহণ শেষে যতক্ষণ লাগে সবকিছু গোছাতে ততক্ষণ ল্যাব বন্ধ রাখার সিদ্ধান্ত আছে এখন পর্যন্ত। তবে যদি অন্য ল্যাব বন্ধ থাকে বা পরীক্ষা গ্রহণের অনেক দেরি হয়ে যায় তবে আর খোলা নাও হতে পারে।’

রাজধানীর বাইরের অনেক মেডিকেল কলেজের পিসিআর ল্যাবও বন্ধ থাকবে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রে। ল্যাব সংশ্লিষ্টরা ল্যাব বন্ধ রাখার বিষয়ে জানালেও প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা অবশ্য তা স্বীকার করতে চাইছে না।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমাদের এখানে প্রতি শুক্রবার পিসিআর ল্যাবের জন্য নমুনা সংগ্রহ করা বন্ধ থাকে। তবে নমুনা পরীক্ষা করা হয়।’ আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা উপলক্ষে পিসিআর ল্যাব বন্ধ থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ…!’

তবে এর কারণে নমুনা পরীক্ষায় বেশি প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের খুব একটা বেশি ব্যাকলগ হয় না কারণ আমরা আমাদের এখানে সংগ্রহ করা নমুনা অন্য জায়গা থেকেও পরীক্ষা করানো হয়। এক্ষেত্রে তাই তেমন কোনো প্রভাব পড়বে না।’

তবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম সারাবাংলাকে বলেন, ‘আমাদের এখানে ল্যাব খোলা থাকবে। ল্যাব সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেনেছি পরীক্ষা চলাকালীন সময়েই শুধু কেন্দ্রের দায়িত্ব পালন করবে। এই সময়ে ল্যাবে মেশিনে একটা সাইকেল নমুনা পরীক্ষা চলবে। কারণ নমুনা পরীক্ষার সময়ে দুই থেকে আড়াই ঘণ্টা এমনেই লাগে। এই সময়ে আমরা যদি নমুনা থাকে তবে অবশ্যই পরীক্ষা করা হবে।’

ল্যাবের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল নাজমুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে খুদে বার্তা পাঠিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি ফিরতি বার্তায় জানান, ‘ইটস ইফ ইউ ক্যান ডু টেস্ট টুমুরো আফটার এক্সাম।’

জানতে চাইলে ঢামেক ল্যাবের আরেকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যদি পরীক্ষার পরে নমুনা পরীক্ষা করতে হবে সেটি কিভাবে? অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের আসতে বলে হয়েছে ৮টায়। এক্ষেত্রে আমাদেরও যেতে হবে। এরপরে পরীক্ষা শুরু হবে ১০টা বাজে। ১১টায় পরীক্ষা শেষ হলেও সব কিছু গুছিয়ে নিতে আরও ঘণ্টা খানেক সময় লাগবে। এর পর আর থাকে কতক্ষণ? দেশের সংক্রমণ বৃদ্ধির পরে যেখানে নমুনা পরীক্ষায় কোনো গাফিলতি করা যাবে না যেখানে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেখে আসলে অবাক হওয়া ছাড়া মনে হয় আমাদের কিছু করার নেই।’

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ইউসুফ ফকির অবশ্য দাবি করেছেন, পরীক্ষার কেন্দ্রে কোনো ল্যাব সংশ্লিষ্ট বা কোভিড-১৯ ইউনিটে কাজ করছেন বলে তার জানা নেই। কিন্তু প্রতিবেদকের কাছে সবার তথ্য আছে জানার পরে তিনি বলেন, ‘আমার জানা নেই এই বিষয়ে।’

এসব বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সারাবাংলা/এসবি/এমও

টপ নিউজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নমুনা পরীক্ষা পিসিআর ল্যাব ভর্তি পরীক্ষা মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর