Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘাইছড়িতে জেএসএস কর্মী হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২১ ২৩:৩৮ | আপডেট: ১ এপ্রিল ২০২১ ২৩:৫৬

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস এমএম লারমা) কর্মী বিশ্বমিত্র চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

ঘাতক সুজন চাকমাকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত বিশ্বমিত্র চাকমার বড় ভাই অশোক কুমার চাকমা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন, বাঘাইছড়ি থানাতে নিহতের বড় ভাই মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এর আগে, মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাতে খুন হন বিশ্বমিত্র চাকমা। একই সংগঠনের সুজন চাকমার বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ ওঠে। বুধবার (৩১ মার্চ) সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশ্বমিত্রের লাশ উদ্ধার করে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত বিশ্বমিত্র ও হত্যাকারী সুজন দু’জনই সংগঠনটির সশস্ত্র শাখার কর্মী। মঙ্গলবার রাতে একই স্থানে সশস্ত্র পাহারা দেওয়ার সময় সুজন আকস্মিকভাবে টহল দলের কমান্ডার বিশ্বমিত্র চাকমাকে গুলি করে হত্যা করে। এরপর অস্ত্র নিয়ে পালিয়ে গিয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র শাখায় যোগ দেন সুজন।

বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএনলারমা) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা জানান, বিশ্বমিত্র ও সুজন দু’জনেই তাদের কর্মী ছিলেন। মঙ্গলবার রাতে বিশ্বমিত্রকে হত্যা করে সুজন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে যোগ দেন বলে জেনেছেন তারা।

বিজ্ঞাপন

তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ত্রিদিব চাকমা জানান, তারা এ বিষয়ে কিছু জানেন না।

সারাবাংলা/টিআর

জনসংহতি সমিতি জেএসএস কর্মী জেএসএস কর্মী হত্যা হত্যার ঘটনায় মামলা