সাদা পোশাকে অস্ত্র প্রদর্শন নীতিমালা আছে কি না জানতে চেয়ে চিঠি
১ এপ্রিল ২০২১ ২০:৫১ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ০০:১৯
ঢাকা: সাদা পোশাকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন সংক্রান্ত কোনো নীতিমালা, প্রজ্ঞাপন, পরিপত্র বা নির্দেশনা আছে কীনা এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ২৮ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে যে, লক্ষ করা যাচ্ছে বাংলাদেশ সচিবালয়সহ অন্যান্য বিভিন্ন সরকারি অফিস বা বিভিন্ন জনসমাগমস্থানে আইন শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা এবং প্রাধিকারপ্রাপ্ত ব্যক্তির দেহরক্ষী বা গ্যানম্যান কর্তৃক সাদা পোশাকে জনসম্মুখে আগ্নেয়াস্ত্র প্রদর্শন বা বহন করছে।
আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া, নবায়ন বা ব্যবহার নীতিমালা ২০১৬ তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আগ্নেয়াস্ত্র প্রদর্শন সম্পর্কিত বিষয় উল্লেখ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থার সদস্যরা সাদা পোশাকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের বিষয়ে এ নীতিমালায় কিছু উল্লেখ নেই। আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার সদস্যদের সাদা পোশাকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন বিষয়ে কোনো নীতিমালা প্রজ্ঞাপন, পরিপত্র বা নির্দেশনা জারি হয়েছে কীনা তা এ মন্ত্রিপরিষদ বিভাগ অবহিত না।
চিঠিতে বলা হয়, প্রাধিকারপ্রাপ্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া গ্যানম্যানসহ প্রটেকশন কার ব্যবহার ও প্রাধিকারের বিষয়ে কোনো নির্দেশনা বা বিধি রয়েছে কীনা স্পষ্ট নয়। অধিকন্তু বিভিন্ন সংস্থার স্টিকার ব্যবহার করা রেজিস্ট্রেশন ও নম্বরপ্লেট বিহীন মোটরযান চলাচলও দৃশ্যমান হচ্ছে, প্রচলিত আইন বিধি অনুযায়ী যা নিরাপত্তা শৃঙ্খলার পরিপন্থী।
আরও বলা হয়, আগ্নেয়াস্ত্র, বিআরটিএর নম্বরবিহীন গাড়ি এবং সচিবালয়ে প্রবেশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া স্টিমার ছাড়া সচিবালয়ের অভ্যন্তরে চলাচলকারী গাড়ির বিরুদ্ধে আইন না বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ পরিস্থিতিতে এ বিষয়ে সংশ্লিষ্ট আইন বা বিধির আলোকে ব্যবস্থা নিয়ে তা মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর অনুরোধ করা হয়েছে চিঠিতে।
সারাবাংলা/জেআর/একে