Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ৪০ টন খেজুর দিল সৌদি আরব

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২১ ১৮:২৯

ঢাকা: আসন্ন রমজান উপলক্ষে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য দুই হাজার কার্টুন খেজুর দিয়েছে সৌদি আরব। যার পরিমাণ প্রায় ৪০ মেট্রিক টন ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের কাছে সৌদি সরকারের প্রতিনিধি বাংলাদেশস্থ সৌদি আরব রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক অ্যাফেয়ার্সের দায়িত্বশীল প্রধান আহমেদ বিন হাসান হামাদি এই খেজুর হস্তান্তর করেন‌। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

খেজুর হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, ‘আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টুন খেজুর দিয়েছে। সৌদি আরব আমাদের ভ্রাত্রিপ্রতিম একটি দেশ । এছাড়া মুসলমান হিসেবে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভিন্ন। সেদেশে আমাদের বিপুল সংখ্যক লোক হজ্জ ও ওমরা করতে যায়।’

সচিব আরও বলেন, ‘যারা ইফতারের সময় খেজুর কিনতে পারে না এই ধরনের প্রান্তিক জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা জেলা প্রশাসনের কাছে পাঠাব। আমরা চাচ্ছি, যাতে রোজার প্রথম দিন থেকেই এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইফতার করতে পারেন। আমরা দৃঢ়ভাবে জেলা প্রশাকদের বলব, যারা খেজুর কিনতে অসমর্থ তাদের মাঝে যেন এই খেজুর বিতরণ করা হয়। এই খেজুরের কোনো অংশ মন্ত্রণালয় বা অধিদফতরের না। এই ৪০ টন খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে।’

বিজ্ঞাপন

আহমেদ বিন হাসান হামাদি বলেন, ‘আপনারা সবাই জানেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ। এই সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার জন্য সৌদি সরকার আন্তরিক। তার নিদর্শন হিসেবে সামান্য কিছু খেজুর আজ আমরা রাষ্ট্রদূতের পক্ষ থেকে হস্তান্তর করলাম।’

এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব।

সারাবাংলা/জেআর/পিটিএম

খেজুর প্রান্তিক জনগোষ্ঠী রমজান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর