Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোবায়দার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে কি না— জানা যাবে ৮ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২১ ১৭:৫৮ | আপডেট: ১ এপ্রিল ২০২১ ১৮:০১

জোবায়দা রহমান, ফাইল ছবি

ঢাকা: দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৮ এপ্রিল আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা চলবে কি না— ওই দিন তা জানা যাবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। জোবায়দার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

শুনানি শেষে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘দুদকের দায়ের করা দুর্নীতির মামলার বিষয়ে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের আবেদনের ওপর আজ (বৃহস্পতিবার) দুই পক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৮ এপ্রিল আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।’

এর আগে, মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালে ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবায়দা রহমান।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক।

মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছর জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/টিআর

জোবায়দা রহমান টপ নিউজ তারেক রহমানের স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর