১১ এপ্রিলের সব নির্বাচন স্থগিত
১ এপ্রিল ২০২১ ১৭:৪৯ | আপডেট: ১ এপ্রিল ২০২১ ২০:৪৪
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনের ৭৮তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক দেবনাথ রায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
অশোক দেবনাথ বলেন, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় জাতীয় সংসদের উপনির্বাচন, প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন- স্থগিত হচ্ছে ১১ এপ্রিলের সব নির্বাচন
এর আগে, বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বত্বে ইসি’র ৭৮তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার মো. মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ইসির বৈঠকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৮টি নির্দেশনা নিয়ে আলোচনা হয়। সেখানে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় সব নির্বাচন স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
এর আগে, গত ৩ মার্চ ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ এবং লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল এসব নির্বাচন আয়োজনের কথা ছিল। এর মধ্যে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ সোমবার সরকার ১৮ দফা নির্দেশনা জারি করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ১৮ নির্দেশনার মধ্যে বিভিন্ন অফিস ও কারখানায় অর্ধেক জনবল দিয়ে কাজ চালানোসহ জনসমাগম এড়ানোর কথা বলা হয়েছে। এ কারণেই ১১ এপ্রিলের নির্বাচনগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
আগামী ১১ এপ্রিল যেসব পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল সেগুলো হলো— পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝালকাঠির ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের বোয়ালখালী ও যশোরের নওয়াপড়া (অভয়নগর)।
একই দিন যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল, তার তালিকা দেখুন এখানে—
সারাবাংলা/জিএস/টিআর
ইউনিয়ন পরিষদ নির্বাচন করোনাভাইরাস নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত পৌরসভা নির্বাচন লক্ষ্মীপুর-২ উপনির্বাচন