চট্টগ্রামের সব পর্যটনকেন্দ্রে ১৪ দিন জনসমাগম নিষিদ্ধ
১ এপ্রিল ২০২১ ১৭:৩৪ | আপডেট: ১ এপ্রিল ২০২১ ২০:১৪
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের (কোভিড-১৯) ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের সব পর্যটনকেন্দ্রে ১৪ দিনের জন্য জনসমাগম নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। আপাতত বন্ধ থাকবে কমিউনিটি সেন্টার, হোটেল-মোটেল, রেস্ট হাউজ এবং সিনেমা হলও।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি কার্যকর হয়েছে আজ থেকেই।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সারাবাংলাকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর আলোকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে সবাইকে নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য বলা হয়েছে। আপাতত ১৪ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা মানতে হবে। এরপর পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
চট্টগ্রামের টুরিস্ট পুলিশের সুপার আপেল মাহমুদ জানিয়েছেন, নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, পারকি সমুদ্র সৈকত, ফয়’জ লেকসহ চট্টগ্রামের সব পর্যটন কেন্দ্রে জনসমাগম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। হোটেল, মোটেল ও রেস্ট হাউজগুলো এ নির্দেশনা মানছে কি না, সেটাও কঠোরভাবে তদারক করা হবে।
এদিকে, জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি পালন করতে হবে। সংক্রমণের বেশি ঝুঁকি আছে— এমন এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে, প্রয়োজনে বন্ধ করা হবে। খাবার হোটেল ও রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক গ্রাহক প্রবেশ করতে পারবেন।
নির্দেশনা প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার (৩১ মার্চ) জেলা প্রশাসক চট্টগ্রাম চিড়িয়াখানায় সব ধরনের দর্শনার্থীর প্রবেশ ১ এপ্রিল থেকে ১৪ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন।
দেশে মহামারি করোনভাইরাস সংক্রমণ শুরু হলে গত বছরের ১৯ মার্চ থেকে প্রথম দফায় চট্টগ্রামের সব পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পাঁচ মাস পর ১৯ আগস্ট থেকে সেগুলো খুলে দেওয়া হয়।
ফয়’জ লেকে উচ্ছ্বাস: ফাইল ছবি
সারাবাংলা/আরডি/টিআর