ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রতিমন্ত্রী কে এম খালিদ
১ এপ্রিল ২০২১ ১৫:০৩ | আপডেট: ১ এপ্রিল ২০২১ ১৫:১২
ঢাকা: করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনার ভ্যাকসিন দেওয়ার বুথে দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১২টার দিকে প্রতিমন্ত্রী কে এম খালিদ ভ্যাকসিন নিয়েছেন। এরপর আধাঘণ্টা অবজারভেশনে ছিলেন।
সাধারণ মানুষকে কোভিড-১৯-এর ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে এবং টিকা সংক্রান্ত গুজব-অপপ্রচার প্রতিরোধে ২৮ জানুয়ারিতে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। এর আগে গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় করোনাভাইরাসের গণ-ভ্যাকসিনদান কর্মসূচী।
সারাবাংলা/এসএসআর/এসএসএ