Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১ এপ্রিল ২০২১ ১২:১৩ | আপডেট: ১ এপ্রিল ২০২১ ১৪:১৬

কুয়াকাটা: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়াও পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে আগামী ১৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

এছাড়া গতকাল রাত ৯টায় সকল হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ ঘোষণা করে গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা করেছে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া গতকাল রাত থেকেই কুয়াকাটা সৈকতে অবস্থান করা সকল পর্যটকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানিয়েছে পুলিশ। এদিকে আজ থেকে সন্ধ্যা ৭টার পর জেলার সকল দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, আগামী ১৫ দিনের জন্য এসকল আদেশ জারি থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটন সংশ্লিষ্ট সকল ধরনের সেবা বন্ধ থাকবে।

সারাবাংলা/এসএসএ

কুয়াকাটা নিষেধাজ্ঞা জারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর