Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজারের সব পর্যটন কেন্দ্রও বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ২৩:৩০ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ২৩:৫৭

মৌলভীবাজার: দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় তিন পার্বত্য জেলার পর মৌলভীবাজারের সব পর্যটনকেন্দ্রও আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এর আগে, দেশের তিন পার্বত্য জেলা— রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সব পর্যটেনকন্দ্রও বন্ধ ঘোষণা করেছিল সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলো।

বুধবার (৩১ মার্চ) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সারাবাংলাকে জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সারাবাংলাকে বলেন, হঠাৎ করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মৌলভীবাজার জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। এই সময়ে কোনো পর্যটক কোনো পর্যটনকেন্দ্রে ভ্রমণ করার সুযোগ পাবে না।

মীর নাহিদ আহসান আরও বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনগুলো যাত্রী ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী নিতে পারবে না। একইভাবে হোটেল-মোটেলগুলোও ৫০ শতাংশ অতিথির জন্য বুকিং নিতে পারবে।

করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী দুই সপ্তাহে মৌলভীবাজারে পর্যটকদের ভ্রমণে না আসতে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

সারাবাংলা/টিআর

পর্যটন কেন্দ্র বন্ধ মৌলভীবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর