Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকা আসছেন জন কেরি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ২২:৫৩ | আপডেট: ১ এপ্রিল ২০২১ ১০:৫৩

ঢাকা: আগামী ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে ক্লাইমেট ইস্যুতে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে সশরীরে আগামী ৯ এপ্রিল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি জন কেরি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (৩১ মার্চ) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

জন কেরির সফরটি কয়েক ঘণ্টার হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি। প্রধানমন্ত্রী পদাধিকার বলে এই দায়িত্ব পালন করে থাকেন। আগামী ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে ক্লাইমেট ইস্যুতে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনের দাওয়াত দিতে তিনি ঢাকায় আসছেন।’

বিশেষ দূত জন কেরি, বাংলাদেশ তার সকল জলবায়ু সংক্রান্ত সংকট ও সম্ভাবনা পথ তুলে ধরবেন, এ তথ্য জানিয়ে ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করতে চায়। এর আগেও আমার সাথে তার কথা হয়েছে। আমরা একসাথে নিরাপদ বিশ্ব গড়তে চাই।’

জানা গেছে, ৪০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের অংশগ্রহণে সম্মেলনটি হবে ভার্চুয়াল মাধ্যমে।

উল্লেখ্য, এর আগে সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং পানি ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

সারাবাংলা/জেআইএল/একে

জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর