Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম চিড়িয়াখানা ১৪ দিন বন্ধ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ২১:৪৪

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বমমুখী পরিস্থিতিতে ১৪ দিনের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে আগামী ১৪ দিন চিড়িয়াখানায় কোনো দর্শনার্থী ঢুকতে দেওয়া হবে না।

চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বুধবার (৩১ মার্চ) এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. সাহাদাত হোসেন শুভ সারাবাংলাকে বলেন, ‘১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ থাকবে। তবে ভেতরে প্রাণীদের পরিচর্যাসহ নিয়মিত কার্যক্রম চলবে। ১৪ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক।’

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর গত বছরের ১৯ মার্চ থেকে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। মহামারি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে পাঁচ মাসেরও বেশি সময় পর আবারও দর্শনার্থী প্রবেশের অনুমতি দেওয়া হয়।

সারাবাংলা/আরডি/এমআই

চিড়িয়াখানা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর