Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ বিশিষ্টজনের বিবৃতি উসকানিমূলক: ইসলামাবাদী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ২১:৩০

চট্টগ্রাম ব্যুরো: দেশজুড়ে সংঘাত-সহিংসতায় ক্ষোভ জানিয়ে দেশের ১১ বিশিষ্টজনের দেওয়া বিবৃতিকে ‘অমানবিক, উসকানিমূলক ও গণবিরোধী’ হিসেবে অভিহিত করেছে কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের প্রতিবাদ কর্মসূচিতে চট্টগ্রামের হাটহাজারী-পটিয়া, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্নস্থানে সংঘাত-সহিংসতায় ক্ষোভ জানিয়ে সম্প্রতি গণমাধ্যমে বিবৃতি দেন দেশের ১১ বিশিষ্ট নাগরিক। এতে হেফাজতের ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

এর প্রতিবাদে দেওয়া পাল্টা বিবৃতিতে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ প্রতিবাদী জনতার আন্দোলনের বিরুদ্ধে একদল গণবিচ্ছিন্ন তথাকথিত বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে আমরা অমানবিক, উসকানিমূলক ও গণবিরোধী বলে সাব্যস্ত করছি। এই বিবৃতি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের নির্লজ্জ দালালির প্রমাণ বহন করে।’

বিশিষ্টজনদের উদ্দেশে এ হেফাজত নেতা বলেন, ‘পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে একতরফাভাবে প্রতিবাদী জনতার গণপ্রতিরোধকে আপনারা তথাকথিত তাণ্ডব আখ্যা দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছেন। ইসলামবিদ্বেষে আপনারা এতই অন্ধ যে, আপনাদের বিবৃতিতে পুলিশের গুলিতে শহিদ হওয়া ১৭ জন নাগরিকের প্রতি কোনো ধরনের মানবিক সমবেদনা প্রকাশ পায়নি। বরং আপনারা বিবেকবুদ্ধি জলাঞ্জলি দিয়ে প্রতিবাদি মানুষের ওপর সর্বশক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন। প্রকারান্তরে আপনারা ক্ষমতাসীনদের মানুষ হত্যায় উৎসাহ দিয়েছেন। এজন্য ভবিষ্যতে আপনাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’

বিজ্ঞাপন

ইসলামাবাদী আরও বলেন, ‘সীমান্তে ভারতীয় বিএসএফ যখন ফেলানীসহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করে, তখন আপনাদের বিবৃতি কোথায় থাকে? নিবর্তনমূলক ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার হওয়া লেখক মুশতাক আহমেদ কারাগারে মারা যাওয়ার পর আপনাদের কোনো বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন শান্তিপূর্ণ প্রতিবাদকারী নিরীহ ছাত্রদের ওপর নৃশংস হামলা করলে আপনাদের খুঁজে পাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেলেও আপনাদের টুঁ শব্দ শোনা যায় না। জনগণের কোনো ইস্যুতেই আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায় না।’

‘ক্ষমতাসীনদের দালালিতে বুঁদ হয়ে থাকতে থাকতে আপনারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন’- বিবৃতিতে বলেন আজিজুল হক ইসলামাবাদী।

সারাবাংলা/আরডি/এমআই

ইসলামাবাদী হেফাজত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর