পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও
৩১ মার্চ ২০২১ ১৬:৪৭ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ২০:৪৭
ঢাকা: পুঁজিবাজারে সূচকের ব্যাপক দরপতন হয়েছে। বুধবার (৩১ মার্চ) দিন শেষে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। সেইসঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৮টি কোম্পানির ১৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৯৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১১টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬০ কোটি ২৫ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকা।
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৮ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে ডিএসই-৩০ মূল্য সূচক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২০৪ পয়েন্টে উন্নীত হয়।
অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার দিনশেষে ২২৯ কোম্পানির ১ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ৩৭৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৫টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩০২ পয়েন্ট কমে ১৫ হাজার ২৬৪ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ৩৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৪০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।
সারাবাংলা/জিএস/পিটিএম