স্বাস্থ্যবিধি না মানলে শাস্তি: নৌ পরিবহন প্রতিমন্ত্রী
৩১ মার্চ ২০২১ ১৬:০৪ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৬:১৫
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে নৌপথে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ব্যবস্থা নিতে সদরঘাটসহ সকল নৌবন্দর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রতিটি নৌযানে ৫০ ভাগের বেশি যাত্রী নিলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে শাস্তির কথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (৩১ মার্চ) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চ, ফেরি ও স্টিমারসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্যবিধি মেনে না চললে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেন নৌ পরিবহন মন্ত্রী। তিনি বলেন, যাত্রী পরিবহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। গণপরিবহনে ৫০ ভাগ যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনা রয়েছে। করোনার সময়ের জন্য লঞ্চের ভাড়া পুননির্ধারণ করা হবে।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।
সারাবাংলা/জেআর/এসএসএ