আওয়ামী লীগ থেকে কাদের মির্জার পদত্যাগ ও ওয়াদা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ১৩:৫৬ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৬:৪৯
৩১ মার্চ ২০২১ ১৩:৫৬ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৬:৪৯
নোয়াখালী: আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বুধবার (৩১ মার্চ) দুপুরে নিজ পেজে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন আলোচিত এই আওয়ামী লীগ নেতা।
তিনি ফেসবুক পোস্টে লেখেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো রকম কোনো জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। ভবিষ্যতে আমি কোনো রকম কোনো দলীয় পদ-পদবির দায়িত্ব নেব না।
এ সময় ফেসবুক থেকে লাইভও করেন তিনি।
আরও পড়ুন:
এমপি একরামের বাড়িতে বসে আমাকে হত্যার পরিকল্পনা: কাদের মির্জা
কোম্পানিগঞ্জে কাদের মির্জার ডাকে হরতাল
কোম্পানিগঞ্জের ঘটনায় জড়িতদের ছাড় নয়: ওবায়দুল কাদের
(বিস্তারিত আসছে…)
সারাবাংলা/এএম