চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
৩১ মার্চ ২০২১ ১১:২৭ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৫:৪৩
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশার চার আরোহীর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন চালক। মঙ্গলবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিহতরা হলেন— মো. কামরুল ইসলাম (২৭), মো. মোরশেদ (৩৮), মো. ইদ্রিস (৫৫) ও মো. সিরাজ। এদের মধ্যে কামরুল অটোরিকশার চালক এবং বাকিরা যাত্রী।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, চট্টগ্রাম নগরী থেকে কাপ্তাইমুখী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী বালিবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
দুর্ঘটনাস্থলে রাস্তায় দু’জনের এবং অটোরিকশায় আটকে থাকা অবস্থায় আরও দু’জনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন রাউজান ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার লিটন হাওলাদার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানিয়েছেন, চারজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/আরডি/এনএস