Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ঝুঁকির মধ্যেই যশোরে চলছে ভোট গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ১০:৫৫ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ১১:০৬

যশোর: যশোর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবার প্রথমবারের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে এ পৌরসভায়। এমন সময় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে যখন দেশে করোনা সংক্রমণের সংখ্যা ইতিহাসের রেকর্ড ছাড়িয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে এক হাজার ৪৫০ জন নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১২শ’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।

বিজ্ঞাপন

এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও বিএনপির প্রার্থী বেশ আগেই ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৭জন ও নারী কাউন্সিলর পদে ১৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যশোর পৌরসভায় এক লাখ ৪৬ হাজার ৫৯২জন ভোটার রয়েছেন। তারা প্রথমবার ইভিএম’এ ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

সারাবাংলা/এনএস

টপ নিউজ ভোট গ্রহণ যশোর পৌরসভা নির্বাচন