পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ি নিহত
৩১ মার্চ ২০২১ ০৮:৪৯ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ১১:৩২
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ মার্চ) ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই বৃদ্ধার নাম মহিরুল ওরফে টলি বেগম (৭৫)।
নিহত টলি বেগম উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামের মহিরউদ্দীনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। রাণীশংকৈল থানার (ওসি) এস এম জাহিদ ইকবাল এই তথ্য নিশ্চিত করেন।
সরেজমিনে জানা যায়, নিহত টলি বেগমের ছেলে মসিরউদ্দীন ওরফে টেংকুর স্ত্রী দেলোয়ারা পারিবারিক কথাকাটির জেরে গত সোমবার (২৯ মার্চ) রাতে তার শাশুড়ির শরীরে লাঠি দিয়ে বেত্রাঘাত করে। পরে বিছানায় শুয়ে পড়লে গতকাল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেনি। ঘরে গিয়ে দেখা যায় তিনি মৃত অবস্থায় পড়ে আছেন।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে, বিষয়টি দুঃখজনক। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।
সারাবাংলা/এনএস