Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রামে সাংবাদিকদের ফুটবল ম্যাচ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২১ ২১:৪২

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ‘সাদা ও আকাশি’ দলে ভাগ হয়ে ‍ফুটবল খেলায় অংশ নেন। প্রীতি ম্যাচে সাদা দল আকাশীকে এক গোলে পরাজিত করে।

খেলায় একমাত্র গোলটি করেন সাদা দলের খেলোয়াড় সুবল বড়ুয়া। দেশ রূপান্তর পত্রিকার প্রতিবেদক সুবল সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন খেলা শেষে পুরস্কার বিতরণ করেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চসিকের কাউন্সিলর জিয়াউল হক সুমন ও হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ও ক্রীড়া সাম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী অনুষ্ঠানে ছিলেন।

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রামে সাংবাদিকদের ফুটবল ম্যাচ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর