Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২১ ১৯:২৯

ঢাকা: করোনা সংক্রামণ নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোনো ‍উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘করোনা সংক্রামণ ভয়ংকরভাবে বাড়ছে। গতকালই সরকারের স্বাস্থ্য বিভাগ ১৮ দফা নির্দেশনা জারি করেছে। কিন্তু এটা বাস্তবায়নের জন্য যে উদ্যোগ, সেটা লক্ষ্য করা যায়নি। সবসময় একটা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে, খুব চমৎকারভাবে সরকার করোনা সমস্যার সমাধান করছে, তারা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। কিন্তু যেটা একেবারেই মিথ্যা কথা।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ ১৮ দফা দিয়েছে পালন করার জন্য। কিন্তু সরকারের উদ্যোগটা কোথায়? হেলথ মিনিস্ট্রি শুধু না, সরকারের পক্ষ থেকে যে দৃশ্যমান একটা ক্যাম্পিং থাকবে, প্রচার থাকবে, উদ্যোগ থাকবে— সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তারা (সরকার) ফ্যাক্টসগুলোকে গোপন করছে, ডাটাগুলোকে গোপন করছে।’

ফখরুল বলেন, ‘এই যে, অ্যাওয়ার্নেসের অভাব আমরা দেখতে পারছি, জনগণ মাস্ক পরে না। কেন পরে না? কারণ, সরকার সেটা তাদের বুঝাতে সক্ষম হয়নি। যে ক্যাম্পেইন ও উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেটা নেয়নি। ফলে সংক্রমণ মারাত্মকভাবে বাড়ছে।’

তিনি বলেন, ‘এই যে উৎসব পালন করা হলো, বিদেশি মেহমানরা আসলেন। তার অনেক আগেই স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছিল, করোনা খুব মারাত্মকভাবে আসছে, অবিলম্বে সব বন্ধ করা দরকার। তারা উৎসব পালন করার জন্য, বর্ষ পালন করার জন্য স্বাস্থ্যবিভাগের কথা আমলে নেয়নি। এখন যেহেতু উৎসব শেষ হয়েছে, তাদের মহান অতিথিরা চলে গেছেন। এখন তারা এই বিষয়টা আবার সামনে আনছে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার তো নির্বাচিতই না। নির্বাচিত না হলে তো জনগণের প্রতি সেই সরকারের কোনো দায়বদ্ধতা থাকতে পারে না। তাদের কোনো দায়বদ্ধতাই নেই। মানুষ মরল কি বাঁচল- তাতে তাদের কিছু যায় আসে না। তারা ক্ষমতায় থাকবে, লুট করবে এবং সেটা দিয়ে তারা সম্পদ গড়ে তুলবে।’

করোনা সংক্রমণ থেকে রক্ষায় দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি স্থগিত করার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি স্থগিত করেছি। আমরা রাজনৈতিক কর্মসূচি করতে বাধ্য হয়েছি যখন তারা (সরকার ও ক্ষমতাসীন দল) আমাদের জনগণের ওপর আক্রমণ করেছে, হামলা করেছে তার জন্য।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

করোনা নিয়ন্ত্রণ টপ নিউজ দৃশ্যমান উদ্যোগ সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর