৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২১ ১৮:১১ | আপডেট: ৩০ মার্চ ২০২১ ২২:৫৭
৩০ মার্চ ২০২১ ১৮:১১ | আপডেট: ৩০ মার্চ ২০২১ ২২:৫৭
ঢাকা: দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার (৩০ মার্চ) এনটিআরসিএ-এর সদস্য ও যুগ্মসচিব এ বি এম শওকত ইকবাল শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) সমূহের প্রবেশ পর্যায়ে শূন্যপদ পূরণের লক্ষে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে।
অনলাইনে আগামী ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
পুরো বিজ্ঞপ্তিটি দেখুন এখানে—
সারাবাংলা/টিএস/এমআই