Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২১ ১৬:২২

কুয়াকাটা (পটুয়াখালী): পটুয়াখালীর মহিপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ এক বৃদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই বৃদ্ধর নাম সুলতান হাওলাদার (৬৫)। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে, গতকাল সোমবার (২৯ মার্চ) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলা ভিত্তিতেই সুলতানকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টায় ওই শিক্ষার্থী তাদের ঘর থেকে এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল। এ সময় মনসাতলী গ্রামের সুলতান ওই শিক্ষার্থীকে তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার দিলে পালিয়ে যান সুলতান। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে কান্না জড়িত কণ্ঠে তার পরিবারকে সব খুলে বলে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সুলতানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভুক্তভোগীর জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের চেষ্টা বৃদ্ধ গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর