Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটিকাটায় সন্ত্রাসীদের গুলিতে ঠিকাদার আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২১ ১৫:৪৮

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আরব আলী (৪০) নামে এক ঠিকাদার আহত হয়েছেন। এই ঘটনায় রফিকুল ইসলাম (৩৫) নামে আরেক শ্রমিককে পিটিয়ে আহত করেছে তারা।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আরব আলী জানান, তার বাসা মাটিকাটা এলাকায়। তিনি কনস্ট্রাকশনের ঠিকাদারি করেন। দুপুরে তিনি বাসার সামনে বসে ছিলেন। এমন সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ যুবরাজ, পালু ও সুমনসহ ৬-৭ জন এসে তাকে হুমকি দিতে থাকে। একপর্যায়ে যুবরাজ ডান পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে।

আরব আলীর অভিযোগ তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করতো তারা। চাঁদা দিতে অস্বীকার করাতেই তাকে গুলি করা হয়েছে।

আহত শ্রমিক রফিকুল ইসলাম জানান, তিনি রঙ মিস্ত্রীর কাজ করেন। তার বাসা পশ্চিম মাটিকাটা। দুপুরে তার টিনসেড বাসার ভিতর ঢুকে যুবরাজসহ ১০-১২ জন তাকে কাঠ, বাঁশ ও পাথর দিয়ে আঘাত করতে থাকে। সে আরব আলীর সঙ্গে চলাফেরা করতো বলে তাকে মারধর করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আরব আলীর ডান পায়ের উরুতে একটি গুলির আঘাত রয়েছে। আর রফিকুলের পায়েসহ শরীরে পেটানো আঘাত রয়েছে। তাদের দু’জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমও

গুলি ঠিকাদার ঠিকাদার আহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর