Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ডুবে গেল কয়লা বোঝাই লাইটার জাহাজ

লোকাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২১ ১৫:১৭

মোংলা: পশুর নদীতে কয়লা বোঝাই এমভি ইফতি মাহমুদ নামক একটি লাইটার জাহাজ ডুবে গেছে। অতিরিক্ত পানির স্রোতে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে বন্দর জেটি সংলগ্ন ক্রিক বয়া থেকে লাইটার জাহাজটি ছুটে গিয়ে অন্য একটি লাইটারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয় লাইটারের ১০ নাবিক।

মোংলা বন্দর লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে বন্দরের হারাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে মঙ্গলবার সকালে ক্রিক বয়ায় বেধে রাখা হয় জাহাজটি। আজ বিকালে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এএম

লাইটার জাহাজ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর