Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে সাফারি পার্ক থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২১ ১৪:৪৯

গাজীপুর: জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চার নাম্বার গেইট সংলগ্ন ইন্দ্রপুর এলাকায় ঝোপের ভেতর ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পার্ক কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহতের পরনে শার্ট এবং প্যান্ট রয়েছে।

ওই যুবককে পার্কের বাইরে কোথাও হত্যা করে দুর্বৃত্তরা ফেলে যেতে পারে বলে ধারণা করছে পার্ক কর্তৃপক্ষ।

সারাবাংলা/এমও

যুবকের মরদেহ সাফারি পার্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর