Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িগঙ্গায় নৌকাডুবি: সেলসম্যান যুবকের লাশ উদ্ধার

সারাবাংলা ডেস্ক
৩০ মার্চ ২০২১ ০৯:৪৫

বুড়িগঙ্গায় নৌকাডুবির পর ধানমন্ডি হকার মার্কেটের এক সেলসম্যান যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, তিনবন্ধু ও আপন চাচাতো ভাইসহ রাকিব (২৪) নৌকায় করে বুড়িগঙ্গা নদী পাড় হচ্ছিল। মাঝপথে বালু বোঝাই জাহাজের ঢেউ লেগে ছোট ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। তার তিন বন্ধু সাঁতার কেটে পারে উঠতে পারলেও রাকিব ডুবে যায়। তাকে উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল ও বসিলা নৌ-পুলিশ রাত সাড়ে ১০টা থেকে অভিযান পরিচালনা শুরু করে। পরদিন সকাল নয়টায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল যোগ দেয়। যৌথ অভিযানে বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বসিলা পুলিশের উপ-পরিদর্শক নকীব জানান, স্বজনরা ডুবে মরা লাশের কাঁটাছেড়া করতে না চাওয়ায় ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর নূর-ই-আলম চৌধুরীর লিখিত সুপারিশে লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এএম

নৌকাডুবি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর