Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের ১৭টি বেঞ্চ পুনর্গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ২২:১২

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৭টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর মধ্যে ১৫টি দ্বৈত বেঞ্চ এবং দুটি একক বেঞ্চ রয়েছে। সোমবার (২৯ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচার কাজ শুরু করবেন।

বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা দেওয়া ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মধ্যে এ ধরনের এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন প্রধান বিচারপতি।

সারাবাংলা/কেআইএফ/এনএস

বেঞ্চ পুনর্গঠন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর