Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক, বিমা ও পুঁজিবাজার বন্ধ থাকবে আগামীকাল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ২০:৪৬

ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৩০ মার্চ) ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে গত ২২ মার্চ (সোমবার) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।

দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, ‘আগের নির্দেশনা অনুযায়ী ২৯ মার্চ সোমবার শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শবে বরাতের ঘোষিত ছুটি ২৯ মার্চ সোমবারের পরিবর্তে ৩০ মার্চ মঙ্গলবার পুনর্নির্ধারণ করা হলো।’

বিজ্ঞাপন

অন্যদিকে, সোমবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান সারাবাংলাকে বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে আগামী ৩০ মার্চ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩১ মার্চ বুধবার থেকে যথাসময়ে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

সারাবাংলা/জিএস/এমআই

বিমা ব্যাংক শবে বরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর