Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদিবিরোধী মিছিলে সংঘর্ষ: ৩০ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ১৯:৪৪

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলের সময় গ্রেফতার ৩০ জনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মতিঝিল থানার এসআই সফিকুল ইসলাম আকন্দ। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার এ সময় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

সন্দেহজনকভাবে গ্রেফতার ইলিয়াস মিয়া নামে অপর এক আসামিকে একদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন একই আদালত। এর আগে, গত ২৬ মার্চ ছাত্র অধিকারের ৩০ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আসামিদের মধ্যে রয়েছে- জাহিদ, ইউনুস, নাজমুল হাসান, নাহিদ উল তারেক, লিমন ফকির, সালাহউদ্দিন, নাঈম, আরিয়ান রিপন, আব্দুর রউফ, আসাদুজ্জামান, আজাহারুল ইসলাম, মোস্তাক আহমেদ, মিজানুর রহমান, সোহেল মৃধা, আজিম হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ, সোহেল, খায়রুল কবির, ফরিদ, সবুজ হোসেন, গোলাম তানভীর, হেমায়েত, মেহেদী হাসান, ইসমাইল, রেজাউল করিম।

গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় ৫১ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন পুলিশ।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর পুলিশ মিছিলের গতি রোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। ঘটনা স্থালে পুলিশসহ কয়েক অর্ধশতাধিক মানুষ আহত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মোদির বাংলাদেশে সফরের প্রতিবাদ যুব অধিকার পরিষদ রিমান্ড শেষে কারাগার

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর