Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের সঙ্গে অভিমান করে মায়ের ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ১৬:৫৫

বরিশাল: ছেলের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রুমা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় নগরীর কাউনিয়া থানার পলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে দুপুরে কিস্তির টাকা নিয়ে মা ছেলের বাকবিতণ্ডা হয়।

কাউনিয়া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল হক এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর পলাশপুর ৮ নম্বর গলির দিনমজুর নাসির খাঁর স্ত্রী তিন সন্তানের জননী রুমা বেগম অভাবগ্রস্ত হয়ে পড়েন। একটি সমিতি থেকে টাকা ঋণ নিলে তা পরিশোধ করতে হিমসিম খাচ্ছিলেন তিনি। এই নিয়ে ছেলের সঙ্গে তার ঝগড়া হয়। এতে ছেলে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। ধারণা করা হচ্ছে, ছেলে কথা বলা বন্ধ করে দেওয়ায় মা অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন।

ওসি আজিমুল হক জানান, খবর পেয়ে পুলিশ রাতেই নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নারীর মৃত্যুর কারণ প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় আপাতত একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসএসএ

আত্মহত্যা বরিশাল

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর