Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ১৬:৫৬ | আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৯:০৭

ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে ২৯ মার্চ দিবাগত রাতে (১৪ শাবান) সব ধরনের আতশবাজি, পটকাবাজি ও অন্যান্য দ্রব্য ফোটানো নিষিদ্ধ করেছে ডিএমপি।

সোমবার (২৯ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং শবে বরাত অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উযযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেন।

তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৯ মার্চ সন্ধ্যা ৬টা হতে ৩০ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ জনস্বার্থে সকলকে মেনে চলার অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমআই

শবে বরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর