অফিসে জনবল অর্ধেকসহ জনসমাগম সীমিত করার নির্দেশনা
২৯ মার্চ ২০২১ ১৪:২৬ | আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৯:৫২
ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বিদ্যমান পরিস্থিতিতে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এতে অফিস-কারখানায় জনবল অর্ধেক করার কথা বলা হয়েছে। এছাড়াও সব ধরনের জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, শিল্পকারখানাসমূহ ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী, অসুস্থ ও ৫৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের বাড়ি থেকে অফিস নিশ্চিত করার কথা বলা হয়েছে।
বন্ধ হতে পারে আন্তঃজেলা বাস চলাচল, করোনা প্রতিরোধে ১৮ নির্দেশনা
এতে আরও বলা হয়, সব ধরনের জনসমাগম (সামাজিক/ধর্মীয়/রাজনৈতিক/অন্যান্য) সীমিত করতে হবে। এছাড়া উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, উপরোক্ত সিদ্ধান্তসমূহ অবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত দুই সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে। সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
সারাবাংলা/এনআর/জিএস/এমও