Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগ‌ঞ্জে ২ বাসের মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ১২:১২

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই আকাশ মিয়া নামে একটি বাসের চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (২৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে উপ‌জেলার মাহনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার বারিচা শিবপুর এলাকার মৃত ছমরউদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহনা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ এবং কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম বলেন, খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এসময় আকাশ নামে এক বাস চালককে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। মরদেহ কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

নারায়ণগঞ্জ রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর