Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনার সুযোগ নিচ্ছে শয়তান’

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২১ ১০:৩৬ | আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৩:৩০

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে সুযোগের সদব্যবহার করছে শয়তান বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। শয়তানের পাল্লায় পড়ে মানুষ নিজেদের মধ্যে অবিশ্বাস, সংঘাত, বিচ্ছিন্নতা ডেকে আনছে। এর মধ্য দিয়ে মানুষ শারীরিক, মানসিক এবং আত্মিক সংকটের মুখে পড়ছে বলেও তিনি উল্লেখ করেছেন। খবর নিউইয়র্ক পোস্ট।

রোববার (২৮ মার্চ) সেন্ট পিটার্স ব্যাসিলিকায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাম সানডে প্রার্থনাসভায় হাজির হয়ে পোপ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এদিকে, মাত্র ১২০ জনের সশরীর উপস্থিতিতে ইস্টার সপ্তাহের আনুষ্ঠানিকতায় যোগ দিয়ে পোপ বলেন, এর আগে এক বছর সকলে হতবাক ছিল আর এ বছর বাড়ছে চাপ, অর্থনৈতিক দৈন্যদশা আরও চূড়ান্ত পর্যায়ের দিকে পৌঁছাচ্ছে।

পোপ ফ্রান্সিস আরও বলেন, মহামারির কারণেই গরিব এবং দুর্দশাগ্রস্তদের জন্য কিছু করার সুযোগ সৃষ্টি হয়েছে এ কথাও অস্বীকার করা যাবে না।

প্রসঙ্গত, পাম সানডে হলো ইস্টার সপ্তাহের প্রথম রোববার এদিন থেকেই ইস্টার সানডে পালনের আনুষ্ঠানিকতা শুরু করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা।

সারাবাংলা/একেএম

করোনা ভাইরাস কোভিড-১৯ পোপ ফ্রান্সিস শয়তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর