Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তা ছাড়ল হেফাজত, দেয়াল ভেঙে যানবাহন চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ২৩:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়কে হেফাজতে ইসলামের কর্মীদের বানানো ইটের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। সড়ক ছেড়ে গেছেন হেফাজতের কর্মীরা। ফলে তিনদিন পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে।

হেফাজতে ইসলামের ডাকা হরতাল শেষে রোববার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টায় দেওয়াল ভাঙার কাজ শুরু হয়। হাটহাজারী পৌরসভায় হেফাজতের মূল ঘাঁটি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসার সামনে এ দেয়াল তুলে অবরোধ তৈরি করা হয়েছিল।

বিজ্ঞাপন

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিনের নেতৃত্বে দেয়াল ভেঙে সড়ক স্বাভাবিক করার কাজ শুরু হয়। এর আগে হেফাজত কর্মীরা সড়ক ছেড়ে মাদরাসায় ঢুকে যান।

ইউএনও রহুল আমিন সারাবাংলাকে বলেন, ‘দেয়াল ভেঙে ফেলা হয়েছে। সড়কে আন্দোলনকারীরা যেসব খানাখন্দ তৈরি করেছিল, সেগুলো আমরা মেরামত করছি। ছোট যানবাহন চলাচল শুরু হয়েছে। গর্ত মেরামতের পর বড় গাড়িও চলাচল করবে। রাতের মধ্যেই এটা হবে।’

এর আগে শুক্রবার (২৬ মার্চ) দুপুরে হাটহাজারী উপজেলায় দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার একদল ছাত্র, যারা হেফাজতের কর্মী হিসেবে পরিচিত, তারা মিছিল বের করে। বাংলাদেশ সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা হাটহাজারী থানায় ভাংচুর করেন। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস ও সরকারি ডাকবাংলোর ভেতরে ঢুকে তাণ্ডব চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুঁড়লে মাদরাসার তিন ছাত্রসহ চারজন নিহত হন।

এ ঘটনার পর ছাত্ররা মাদরাসার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। শনিবার সকালে তারা সড়ক কেটে ফেলার পাশাপাশি ইটের দেয়াল তুলে দেয়। অবরোধের কারণে শুক্রবার দুপুর থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খাগড়াছড়ি, রামগড়, ফটিকছড়ি, নাজিরহাটের লোকজন গত তিনদিন ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ দেয়াল যানবাহন চালু রাস্তা হেফাজত

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর