Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিউদ্দিনের পথ ধরে এগোচ্ছি— আতিকুলকে রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ২১:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়র আতিকুল জানিয়েছেন, এ বি এম মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালে কীভাবে সিটি করপোরেশনের আয়ের পথ তৈরি করেছিলেন, সেটা দেখতে এসেছেন। এর পরিপ্রেক্ষিতে চসিকের মেয়র রেজাউল জানিয়েছেন, তিনি মহিউদ্দিনের পথ ধরেই এগোচ্ছেন।

রোববার (২৮ মার্চ) নগরীর টাইগারপাসে চসিকের কার্যালয়ে দুই মেয়র বৈঠক করেন। বৈঠকে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী কীভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনে নিজস্ব আয়ের উৎস সৃষ্টি করেছিলেন, কীভাবে আয় বৃদ্ধি করেছিলেন- সে সম্পর্কে জানার জন্য। মূলত এজন্যই আমার চট্টগ্রাম সিটি করপোরেশনে আসা।’

বিজ্ঞাপন

মেয়র আতিকুল চসিকের বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, সিএনজি স্টেশন ও বিদ্যুৎ প্লান্ট সম্পর্কে মেয়র রেজাউলের কাছ থেকে অবহিত হন। চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নিজস্ব আয়ের উৎস সৃষ্টি করে চট্টগ্রাম নগরীর অনেক উন্নয়ন করেছেন। তিনি যে পথ দেখিয়ে গেছেন, বাস্তব পরিপ্রেক্ষিত বিবেচনায় আমিও সেই পথে অগ্রসর হচ্ছি।’

‘চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত ওয়ার্ড কার্যালয় ও পতিত খালি জায়গাগুলোতে আয়বর্ধক প্রকল্প গড়ার পরিকল্পনা নিয়েছি। এবং শিক্ষা, স্বাস্থ্য ও ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে করপোরেশন বছরে প্রায় ৫০ কোটি টাকা ভর্তুকি দেয়। বিদ্যুৎ প্ল্যান্ট গড়ার পরিকল্পনা আছে।’

বিজ্ঞাপন

বৈঠকে চসিকের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জাহিদা বেগম পপি, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, বিজিএমইএ নেতা ফারুক হাসান, শামীম এহসান, এস এম তৈয়ব, নাসিরউদ্দীন চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী তুফান ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

আতিকুল ইসলাম চসিক মেয়র ডিএনসিসি মেয়র রেজাউল করিম চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর