Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবদল-ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ২১:৩২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে যুবদল-ছাত্রদলের মিছিলে হামলায় কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।

রোববার (২৮ মার্চ) বিকেল তিনটার দিকে নগরীর চান্দগাঁও থানার আরাকান সড়কের বালতি কোম্পানির মোড়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগর বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী জানিয়েছেন।

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ এবং হতাহতের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রোববার নগরীর বিভিন্ন থানায় প্রতিবাদ মিছিল করে।

ইদ্রিস আলী সারাবাংলাকে জানান, চান্দগাঁও থানার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি সম্মিলিত মিছিল রোববার বিকেল তিনটায় নগরীর বহদ্দারহাট মোড় থেকে বের হয়। মিছিল আরাকান সড়কের বালতি কোম্পানির মোড়ে গেলে একদল সশস্ত্র তরুণ যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে তাদের ওপর হামলা করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

গুরুতর আহতরা হলেন- চাঁন্দগাও থানা যুবদলের আহবায়ক গুলজার হোসেন, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাজিদ হাসান রনি, যুগ্ম সম্পাদক মো. শহিদুজ্জামান, যুবদল নেতা মো. আজম, নুর মোহাম্মদ। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমি অনেকের কাছে মৌখিকভাবে বিষয়টি শুনেছি। কিন্তু বহদ্দারহাট মোড়ে আমাদের প্রচুর পুলিশ মোতায়েন ছিল। কেউ এ ধরনের কোনো ঘটনার বিষয়ে জানে না। তাহলে কখন হামলা হল, কিভাবে আহত হল- এটা আমরা জানি না।’

বিজ্ঞাপন

আরাকান সড়কের বালতি কোম্পানির মোড়ের একাংশ পাঁচলাইশ থানার আওতাধীন। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘হরতাল সমর্থকরা ভাঙচুর করছে এমন খবর পেয়ে আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা দেখি একজনকে স্থানীয় লোকজন ধরে রেখেছে। তাকে ভাঙচুরকারী বলে অভিযুক্ত করেছেন স্থানীয়রা। কিন্তু আমরা এর প্রমাণ না পেয়ে তাকে ছেড়ে দিই। বিএনপির কোনো মিছিলে হামলার বিষয় আমাদের কেউ বলেনি।’

এদিকে মিছিলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বেগম রোজী কবির, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

একই বিবৃতির মাধ্যমে আরও প্রতিবাদ জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

সারাবাংলা/আরডি/এমও

ছাত্রদল মিছিলে হামলা যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর